শরীফ আবু হায়াত অপু একজন বহুমাত্রিক উদ্যোক্তা ও সমাজ সচেতন লেখক। তার কাজের ক্ষেত্র ব্যবসা, দাওয়াহ এবং সামাজিক প্রভাব সৃষ্টি—এই তিনটি ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি বর্তমানে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান সরোবর-এর চীফ মার্কেটিং অফিসার হিসেবে এবং গ্লোবাল হালাল ইন্টারনেট ইকোসিস্টেম Kahf-এর চীফ অ্যাডভোকেসি অফিসার হিসেবে কাজ করছেন।
অপু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক এবং পার্ডু ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র) থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আল আসর ইন্সটিটিউটে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করছেন।
লেখালেখিতেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি জনপ্রিয় দুটি বই “তত্ত্ব ছেড়ে জীবনে” এবং “বাক্সের বাইরে” এর লেখক।
তার জীবনের লক্ষ্য শুধু নিজেকে নয়, বরং তার পরিবারসহ যত বেশি মানুষকে সম্ভব জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথে উৎসাহিত করা। এজন্য তিনি মানুষের মাঝে শির্ক ও কুফরের বিপদ সম্পর্কে সচেতনতা তৈরি করছেন এবং হালাল রিযক ও দ্বীনমুখী জীবনের দিকনির্দেশনা দিচ্ছেন।