অন্যরকম উদ্যোক্তা

অন্যরকম বাংলাদেশের স্বপ্ন নিয়ে

অন্যরকম উদ্যোক্তা বাংলাদেশী ও আন্তর্জাতিক উদ্যোক্তা, ইনভেস্টর, লাইফ কোচ এবং বিজনেস মেন্টরদের সমন্বয়ে গঠিত একটি বিজনেস এক্সিলারেটর, যা বাংলাদেশের সব ধরনের স্টার্টআপ ও এসএমইগুলোকে বহুমাত্রিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।

আমাদের স্বপ্ন

আমরা সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ, মানবিকতা, নৈতিকতা এবং পারষ্পরিক দায়বদ্ধতার ভিত্তিতে এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয়- বরং, মানুষের জীবনযাত্রা ও জীবনমানে অর্থবহ পরিবর্তন আনবে এবং ব্যক্তি, সমাজ, দেশ ও মানবতার সর্বোচ্চ কল্যাণ সাধনে নিবেদিত থাকবে।

অন্যরকম উদ্যোক্তা কেন?

‘অন্যরকম উদ্যোক্তা’ গতানুগতিক ধারার কোনো ইনকিউবেটর-এক্সিলারেটর নয়। বরং অন্যরকম উদ্যোক্তা একটি দীর্ঘ পারস্পরিক সহযাত্রা, যেখানে আমরা আপনার স্বপ্ন, সংকট এবং সম্ভাবনার পাশে থাকব। আমরা বিশ্বাস করি, প্রতিটি উদ্যোক্তার গল্প আলাদা। তাই আমাদের সহায়তার ধরনও হয় ব্যক্তিকেন্দ্রিক, মানবিক ও বাস্তবসম্মত। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আমরা গুরুত্ব দিই মানসিক প্রস্তুতি, নৈতিক অবস্থান, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার উপর।

আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো

শিক্ষা ও গবেষণা

চিন্তাশীল সমাজ গঠনে নতুন জ্ঞান ও প্রজ্ঞা নির্ভর উদ্যোগ।
শিক্ষা ও গবেষণা একটি জাতির চিন্তা, দক্ষতা ও সম্ভাবনার ভিত্তি গড়ে তোলে। এগুলো ছাড়া টেকসই উন্নয়ন ও নেতৃত্ব সম্ভব নয়। বর্তমান পৃথিবীর জন্য প্রয়োজন এমন শিক্ষা ও গবেষণা যা কেবল তথ্য আর চাকুরি নয়—বরং চিন্তা, বিশ্লেষণ, প্রজ্ঞা, নৈতিকতা ও জনকল্যাণকে উৎসাহিত করে। আমরা খুঁজছি সেই উদ্যোগগুলোকে, যারা জ্ঞানচর্চায় নতুন দৃষ্টিভঙ্গি ও সমাধান নিয়ে আসছে।

অর্থনীতি/ ফিনটেক

স্বচ্ছ ও ইনক্লুসিভ অর্থনৈতিক ব্যবস্থার জন্য নতুন চিন্তা।
একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজন ইথিক্যাল ইকোনোমি। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই সম্ভব, যখন তা ন্যায্যতা ও অন্তর্ভুক্তির ভিত্তিতে গড়ে ওঠে, সুদ ও শোষণের ভিত্তিতে নয়। ইসলামি ফিনান্স, ওয়াকফ, কো-অপারেটিভ মডেল ও অন্যান্য সমাজ ও জনকল্যাণমুখী উদ্যোক্তাদের জন্য এটি একটি অগ্রাধিকার সেক্টর। এই সেক্টরে নতুনত্ব ও উদ্ভাবনী সমাধান নিয়ে আসার জন্য আমরা উদ্যোক্তাদেরকে উৎসাহিত করছি।

মিডিয়া

সংবাদ নয়, ন্যারেটিভ নির্মাণ—সত্য ও গঠনমূলক মিডিয়ার জন্য।
মিডিয়া কেবল সংবাদ দেয় না, বরং বর্তমান বিশ্ববাস্তবতায় এটি ন্যারেটিভ নির্ধারণ, পরিচয় বিনির্মাণ, সমাজ গঠন, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ন, সংস্কৃতির গতিপথ নির্ধারণ, এমনকি সামাজিক ও রাষ্ট্রিক ক্ষমতায়ন ও ক্ষমতাহরণের সবচেয়ে কার্যকর অস্ত্র। আমরা এমন মিডিয়া প্ল্যাটফর্ম ও নির্মাতাদের সমর্থন করি, যারা দায়িত্বশীলভাবে সমাজে সত্যনিষ্ঠ, নৈতিক, গঠনমূলক ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার সংগ্রাম করে যাচ্ছেন।

কৃষি ও খাদ্য

নিরাপদ, পুষ্টিকর ও ন্যায্য খাদ্যব্যবস্থা গড়তে কৃষিভিত্তিক সমাধান।
শারীরিক, মানসিক ও আত্মিক পরিপুষ্টি ও সুস্থতা একই সূত্রে গাঁথা। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় হালাল, তয়্যিব, নিরাপদ, পুষ্টিকর এবং পরিবেশবান্ধব খাদ্যব্যবস্থা অপরিহার্য। আমরা উৎসাহ দিই এমন উদ্যোগে, যারা টেকসই খাদ্যশৃঙ্খল এবং কৃষিভিত্তিক সমাধান তৈরি করছে। বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে–নিরাপদ খাবার, নির্বিঘ্ন সরবরাহ ও কৃষকের ন্যায্য মজুরি নিশ্চিতে যারা কাজ করছে, তাদের।

স্বাস্থ্য ব্যবস্থাপনা

শরীর, মন ও আত্মার সমন্বিত নিরাময় ও চিকিৎসা পদ্ধতির প্রসার।
চিকিৎসা তখনই সম্পূর্ণ হয়, যখন তা দেহ, মন ও আত্মা—সবকিছুর সমন্বয়ে হয়। মানসিক, শারীরিক ও সামাজিক সুস্থতার সমন্বয়ই একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যদৃষ্টি তৈরি করে। আমরা সমর্থন দিচ্ছি এমন উদ্যোগে যারা আধুনিক চিকিৎসা, প্রাকৃতিক নিরাময় এবং আধ্যাত্মিকতার সমন্বয় ঘটাচ্ছেন। প্রচলিত চিকিৎসা পদ্ধতির বিকল্প কিংবা পরিপূরক হিসেবে নতুন নতুন উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছেন।

পরিবেশ

টেকসই, সবুজ ও পরিবেশবান্ধব উদ্যোগের জন্য পূর্ণ সহযোগিতা।
প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ায় সমাজ, অর্থনীতি ও মানবজীবন হুমকির মুখে। তাই টেকসই, পরিবেশবান্ধব ও পুননবায়নযোগ্য উদ্যোগ এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন, দূষণ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় প্রয়োজন দায়িত্বশীলভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার। গ্রিন ইনোভেশন, রিনিউয়েবল এনার্জি, সার্কুলার ইকোনমি ও ইকো-ডিজাইন উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। আমরা উদ্যোক্তাদের এসব খাতে কাজ করতে উৎসাহিত করি।

লাইফস্টাইল

ভোগ নয়, ভারসাম্য—শালীন ও মানসিক শান্তিপূর্ণ জীবনের সংস্কৃতি।
ভোগবাদ, প্রযুক্তি আসক্তি ও পুঁজিবাদের প্রভাবে ব্যক্তি ও সমাজে সম্পর্কহীনতা, মানসিক অসুস্থতা ও বিশৃঙ্খলা বাড়ছে। ভারসাম্যহীন জীবনযাপন আত্মহননের মতো সংকট ডেকে আনছে। তাই পোশাক, বিনোদন ও প্রযুক্তিতে শালীনতা ও ভারসাম্যের চর্চা এবং বিকল্প প্ল্যাটফর্ম গঠনে নেওয়া উদ্যোগগুলোকেই আমরা উৎসাহ দিয়ে থাকি।

পরিবার ও সমাজ

মজবুত পারিবারিক বন্ধন এবং সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্যোগ।
শক্তিশালী সমাজ গড়ে ওঠে মজবুত পরিবার থেকে। পরিবার ও সামাজিক বন্ধন দুর্বল হলে বাড়ে একাকীত্ব, মানসিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতা। সহানুভূতি ও দায়িত্ববোধের অভাবে সমাজ হয় বিভাজিত। তাই আমরা এমন উদ্যোগকে উৎসাহিত করি, যারা পরিবার ও সমাজের বন্ধন সুসংহত রাখতে কার্যকর সমাধানে কাজ করছে।

প্রতিরক্ষা

সাইবার নিরাপত্তা থেকে শুরু করে ডিজিটাল সুরক্ষা—নতুন সময়ের চাহিদা।
আধুনিক প্রতিরক্ষা কেবল সামরিক নয়—সাইবার সিকিউরিটি, তথ্য নিরাপত্তা ও ডিজিটাল পরিচয় সুরক্ষাও এর গুরুত্বপূর্ণ অংশ। এসব না থাকলে রাষ্ট্র নানা ঝুঁকিতে পড়ে, যেমন হ্যাকিং, তথ্যযুদ্ধ ও ভুয়া প্রচারণা। তাই আমরা অগ্রাধিকার দিই সেইসব উদ্যোগকে, যারা সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে কাজ করছে।

প্রযুক্তিগত সার্বভৌমত্ব

নিজস্ব সফটওয়্যার ও প্রযুক্তি—নির্ভরতা নয়, স্বাধীনতার জন্য।
প্রযুক্তিগত সার্বভৌমত্ব মানে—নিজস্ব প্রযুক্তি তৈরি, নিয়ন্ত্রণ ও প্রয়োগের স্বাধীনতা। সফটওয়্যার, হার্ডওয়্যার বা ডেটা ব্যবস্থায় অন্যের ওপর নির্ভরতা একটি জাতির নিরাপত্তা ও স্বাধীনতার জন্য হুমকি। তাই আমরা উৎসাহ দিই এমন উদ্যোগকে, যারা গ্লোবাল নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি ও প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে।

আমাদের দেশসেরা কোচ ও মেন্টর প্যানেল

আমাদের পার্টনার

আমাদের যাত্রায় পাশে থাকা দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও কমিউনিটিকে জানুন, যারা নৈতিক, টেকসই ও ইনোভেটিভ উদ্যোগের শক্তি হতে চায়।

আপনিও হতে পারেন অন্যরকম এক উদ্যোক্তা!

আপনার স্বপ্ন, আপনার আইডিয়া, আপনার উদ্যোগ—এবার সময় এগিয়ে যাওয়ার। অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামের মাধ্যমে আপনি পাবেন মেন্টরশিপ, প্রশিক্ষণ, নেটওয়ার্ক এবং বাস্তবসম্মত সহায়তা। আপনার যাত্রা শুরু হোক আজই।

ব্লগ ও ভাবনা

নৈতিক ব্যবসা, ইনোভেশন, নেতৃত্ব ও সমাজ ভাবনায় আমাদের নির্বাচিত লেখা গুলো পড়ে জানুন ‘অন্যরকম উদ্যোক্তা’ দর্শনের গল্প।

মেন্টরশিপ

একজন উদ্যোক্তার জন্য মেন্টরশিপ কেন অপরিহার্য

উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা শুরু করা নয় — এটা একটা মানসিক, সামাজিক এবং কৌশলগত যাত্রা। এই যাত্রায় নতুন উদ্যোক্তা অনেক সময় নিজেকে একা, বিভ্রান্ত এবং চাপের মধ্যে পড়ে যেতে পারেন। এক্ষেত্রে একজন অভিজ্ঞ মেন্টর যেন সেই অন্ধকার পথে আলো হাতে এগিয়ে আসা একজন সঙ্গী।

হালাল ইনকাম

বাংলাদেশে হালাল ইনকামের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাংলাদেশের প্রেক্ষাপটে হালাল উপার্জনের চর্চা এখনও নানা চ্যালেঞ্জে জর্জরিত—অস্বচ্ছ ব্যাংকিং, লোভনীয় কিন্তু সন্দেহজনক ইনকাম সোর্স, বা নৈতিক সংকট। তবুও এই পথে রয়েছে সম্ভাবনা, বিকল্প এবং চেতনার জাগরণ।

নৈতিক ব্যবসা

নৈতিকতার ভিত্তিতে ব্যবসা — আদর্শ না প্রয়োজন

নৈতিকতার ভিত্তিতে ব্যবসা কি শুধু আদর্শিক চিন্তা, নাকি বর্তমান প্রেক্ষাপটে একটি বাস্তব প্রয়োজন? জানুন বাস্তব অভিজ্ঞতা ও বিশ্লেষণে।

Playlist

8 Videos
ওভারভিউ

চালডাল বাংলাদেশের জনপ্রিয় গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার সকল এলাকায় সেবা প্রদান করছে এবং গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আমাদের আজকের অতিথি চালডাল.কমের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিম। আজ তিনি আলোচনা করেছেন কীভাবে চালডালের ব্র্যান্ডিং মার্কেটিং এর মাধমে চালডালকে গড়ে তুলেছেন এবং করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে চালডালকে এগিয়ে নিয়ে গেছেন। এছাড়াও আমাদের প্রিয় উপস্থাপক মাহমুদুল হাসান সোহাগ ভাই তো আছেনই। তাহলে আর দেরি কেন? দেখে ফেলুন “উদ্যোক্তা কথা”র আজকের পর্ব এবং মাথায় থাকা আপনার আইডিয়াগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত হোন!