অন্যরকম উদ্যোক্তা
অন্যরকম বাংলাদেশের স্বপ্ন নিয়ে
অন্যরকম উদ্যোক্তা বাংলাদেশী ও আন্তর্জাতিক উদ্যোক্তা, ইনভেস্টর, লাইফ কোচ এবং বিজনেস মেন্টরদের সমন্বয়ে গঠিত একটি বিজনেস এক্সিলারেটর, যা বাংলাদেশের সব ধরনের স্টার্টআপ ও এসএমইগুলোকে বহুমাত্রিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
আমাদের স্বপ্ন
আমরা সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ, মানবিকতা, নৈতিকতা এবং পারষ্পরিক দায়বদ্ধতার ভিত্তিতে এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয়- বরং, মানুষের জীবনযাত্রা ও জীবনমানে অর্থবহ পরিবর্তন আনবে এবং ব্যক্তি, সমাজ, দেশ ও মানবতার সর্বোচ্চ কল্যাণ সাধনে নিবেদিত থাকবে।
অন্যরকম উদ্যোক্তা কেন?
‘অন্যরকম উদ্যোক্তা’ গতানুগতিক ধারার কোনো ইনকিউবেটর-এক্সিলারেটর নয়। বরং অন্যরকম উদ্যোক্তা একটি দীর্ঘ পারস্পরিক সহযাত্রা, যেখানে আমরা আপনার স্বপ্ন, সংকট এবং সম্ভাবনার পাশে থাকব। আমরা বিশ্বাস করি, প্রতিটি উদ্যোক্তার গল্প আলাদা। তাই আমাদের সহায়তার ধরনও হয় ব্যক্তিকেন্দ্রিক, মানবিক ও বাস্তবসম্মত। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আমরা গুরুত্ব দিই মানসিক প্রস্তুতি, নৈতিক অবস্থান, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার উপর।
আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো
শিক্ষা ও গবেষণা
অর্থনীতি/ ফিনটেক
মিডিয়া
কৃষি ও খাদ্য
স্বাস্থ্য ব্যবস্থাপনা
পরিবেশ
লাইফস্টাইল
পরিবার ও সমাজ
প্রতিরক্ষা
প্রযুক্তিগত সার্বভৌমত্ব
আমাদের দেশসেরা কোচ ও মেন্টর প্যানেল
প্রযুক্তি উদ্যোক্তা, সাবেক মেটা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ও লেখক
সফল উদ্যোক্তা ও বিজনেস মেন্টর
আমাদের পার্টনার
আমাদের যাত্রায় পাশে থাকা দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও কমিউনিটিকে জানুন, যারা নৈতিক, টেকসই ও ইনোভেটিভ উদ্যোগের শক্তি হতে চায়।
আপনিও হতে পারেন অন্যরকম এক উদ্যোক্তা!
আপনার স্বপ্ন, আপনার আইডিয়া, আপনার উদ্যোগ—এবার সময় এগিয়ে যাওয়ার। অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামের মাধ্যমে আপনি পাবেন মেন্টরশিপ, প্রশিক্ষণ, নেটওয়ার্ক এবং বাস্তবসম্মত সহায়তা। আপনার যাত্রা শুরু হোক আজই।
ব্লগ ও ভাবনা
নৈতিক ব্যবসা, ইনোভেশন, নেতৃত্ব ও সমাজ ভাবনায় আমাদের নির্বাচিত লেখা গুলো পড়ে জানুন ‘অন্যরকম উদ্যোক্তা’ দর্শনের গল্প।

একজন উদ্যোক্তার জন্য মেন্টরশিপ কেন অপরিহার্য
উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা শুরু করা নয় — এটা একটা মানসিক, সামাজিক এবং কৌশলগত যাত্রা। এই যাত্রায় নতুন উদ্যোক্তা অনেক সময় নিজেকে একা, বিভ্রান্ত এবং চাপের মধ্যে পড়ে যেতে পারেন। এক্ষেত্রে একজন অভিজ্ঞ মেন্টর যেন সেই অন্ধকার পথে আলো হাতে এগিয়ে আসা একজন সঙ্গী।

বাংলাদেশে হালাল ইনকামের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনা
বাংলাদেশের প্রেক্ষাপটে হালাল উপার্জনের চর্চা এখনও নানা চ্যালেঞ্জে জর্জরিত—অস্বচ্ছ ব্যাংকিং, লোভনীয় কিন্তু সন্দেহজনক ইনকাম সোর্স, বা নৈতিক সংকট। তবুও এই পথে রয়েছে সম্ভাবনা, বিকল্প এবং চেতনার জাগরণ।

নৈতিকতার ভিত্তিতে ব্যবসা — আদর্শ না প্রয়োজন
নৈতিকতার ভিত্তিতে ব্যবসা কি শুধু আদর্শিক চিন্তা, নাকি বর্তমান প্রেক্ষাপটে একটি বাস্তব প্রয়োজন? জানুন বাস্তব অভিজ্ঞতা ও বিশ্লেষণে।
Playlist

1:42:35

1:35:35

1:30:25

1:21:40

33:49

30:57

42:37

49:32
চালডাল বাংলাদেশের জনপ্রিয় গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার সকল এলাকায় সেবা প্রদান করছে এবং গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আমাদের আজকের অতিথি চালডাল.কমের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিম। আজ তিনি আলোচনা করেছেন কীভাবে চালডালের ব্র্যান্ডিং মার্কেটিং এর মাধমে চালডালকে গড়ে তুলেছেন এবং করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে চালডালকে এগিয়ে নিয়ে গেছেন। এছাড়াও আমাদের প্রিয় উপস্থাপক মাহমুদুল হাসান সোহাগ ভাই তো আছেনই। তাহলে আর দেরি কেন? দেখে ফেলুন “উদ্যোক্তা কথা”র আজকের পর্ব এবং মাথায় থাকা আপনার আইডিয়াগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত হোন!